Sunday, March 13, 2016

তৈলাক্ত এবং মিশ্র ত্বকের জন্য ফ্রুট ম্যাসাজ ক্রিম II And mixed fruit massage cream for oily skin

ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ত্বককে সুন্দর, উজ্জল করতে ম্যাসাজ ক্রিমের বিকল্প নেই। বাজারের ম্যাসাজ ক্রিম তৈলাক্ত ও মিশ্র ত্বকের অধিকারীদের না মানাতে পারে। তারা ঘরেই বানিয়ে ফেলতে পারেন নিজের ত্বকের উপযোগী ম্যাসেজ ক্রিম। রাসায়নিক উপকরণ নেই বলে এই ক্রিম আপনার ত্বকের কোন পার্শ্ব প্রতিক্রিয়াই করবে না। নিরাপদে ব্যবহার করতে পারবেন। তাহলে আসুন জেনে নেই কিভাবে ঘরে বানাবেন ম্যাসেজ ক্রিম।



যা যা লাগবে :-
– কালো আঙ্গুর
– কমলা
– স্ট্রবেরি
– ভিটামিন ই তেল বা ভিটামিন ই ক্যাপসুল
– কর্ণ ফ্লাওয়ার
– অ্যালোভেরা জেল (ইচ্ছা)

যেভাবে বানাবেন
২ টি কমলার কোয়ার পেস্ট, ২ টা স্ট্রবেরি কুচি, ৪/৫ টা আঙ্গুর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
১ টেবিলচামচ কর্ণ ফ্লাওয়ার এই জুসের সাথে যোগ করুন।
এইবার একটি পাত্রে মৃদু আচেঁ পানি গরম করতে দিন। গরম পানির মাঝে পেষ্টের বাটিটি রাখুন।
পেষ্টটি ঘন হয়ে আসলে নামিয়ে ফেলুন।

এবার ১ টেবিলচামচ অ্যালোভরা জেল আর ভিটামিন ই তেল যোগ করুন।
এই ক্রিমটি আপনি ফ্রিজে ৫/৭ দিন পর্যন্ত রাখতে পারেন।

যেভাবে কাজ করে
স্ট্রবেরি,আঙ্গুর, কমলা ত্বকের ভিতর থেকে পুষ্টি দিয়ে থাকে। এই ফলগুলোতে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আপানার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে থাকে। এবং এর সাথে মুখের বলিরেখা, ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। অ্যালোভরা এবং ভিটামিন ই ক্ষতিগ্রস্ত ত্বককে ময়েশ্চারাইজার করে থাকে।

English Version

Beautiful skin by increasing blood circulation to the skin, there is no alternative massage cream to bright. Massage cream mixed oily skin and do not convince the market that the inheritors. They can be made at home for your own skin, massage cream. There is no chemical ingredients in this cream on your skin that will not react to any side. Can be used safely. Let's see how it will make room massage cream.

Which elements are needed:-
- Black grapes
- Orange
- Strawberry
- Vitamin E oil or vitamin E capsules
- Corn Flower
- Aloe Gel (desire)

How to make:-
KwaZulu two orange paste, two chopped strawberries, grapes blendare Blend 4/5 hours of it.
1 tablespoons corn flour and add them to the juice.
Now let warm water in a bowl gentle acem. Put the paste into the hot water bowl.
In fact, the drop down thick paste.
Now add 1 tablespoons ayalobhara prison and vitamin E oil.
The cream you can keep in the refrigerator 5-7 days.

How to works:-

Strawberry, grape, orange skin with nutrients from the inside. The fruits of vitamin C, an antioxidant that increases blood circulation to the skin that you have. And with the mouth Wrinkles, acne spots helps to dispel. Ayalobhara skin moisturizer and vitamin E have been damaged.

No comments:

Post a Comment