Wednesday, March 9, 2016

শাকিবকে রান্না করে খাওয়াবেন শ্রাবন্তী II Srabonty offer Shakib Khan to Dinner

ফিতা কেটে ‘শিকারি’ ছবির শুভ মহরতের ঘোষণা শেষ হয়েছে। মঞ্চে তখন ঢাকার শাকিব খান আর কলকাতার টালিগঞ্জের শ্রাবন্তী বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীদের প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত। হঠাৎ করেই দর্শক সারি থেকে ‘জাজ’-এর কর্ণধার আবদুল আজিজ এই প্রশ্ন-উত্তরের মধ্যে ঢুকে গেলেন। রসিকতার সুরে সবার উদ্দেশে বললেন, ‘শ্রাবন্তীর একটি গোপন তথ্য আপনাদের জানাতে চাই। তিনি দেখতে যেমন সুন্দর, তেমন সুন্দর রান্নাও করতে পারেন।’


সঙ্গে সঙ্গে উপস্থিত দর্শকের করতালি সারা হলরুমে ছড়িয়ে পড়ল। ওদিকে মঞ্চে দাঁড়ানো শ্রাবন্তীও এ কথা শুনে হেসে কুটিকুটি। হাসতে হাসতেই শ্রাবন্তী জানালেন, ‘রান্না করতে তাঁর ভালো লাগে। বাইরের খাবার একদম পছন্দ না তাঁর।

শ্রাবন্তী বলেন, ‘আমি শুটিংয়ে সময়েও বাসার রান্না করা খাবারই খাওয়ার চেষ্টা করি। অন্যদেরও খাওয়াতে পছন্দ করি।’

শ্রাব ​ন্তীর পাশেই দাঁড়িয়েছিলেন শাকিব খান। তাঁকে শ্রাবন্তীর কেমন লাগে? এমন প্রশ্নের জবাবে শাকিব খানের দিকে তাকিয়ে শ্রাবন্তী হেসে ওঠেন। আবারও সেই রসিকতা। শ্রাবন্তী বলেন, ‘উনি তো কিং খান। দেখতে অনেক সুন্দর। ভদ্রও মনে হচ্ছে। আমি যত দেখছি ততই তাঁর ভক্ত হয়ে যাচ্ছি!’

এ কথাগুলো শুনে পাশে দাঁড়ানো শাকিব খান একটু লজ্জা পেলেন বোধ হয়। এবার একই প্রশ্ন শাকিব খানকে করা হলে শাকিব বললেন, ‘কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। দেখতে খুব সুন্দর। গুণী শিল্পী। তাঁর পাশে দাঁড়িয়ে ভালোই লাগছে।’

মজা করে শাকিব বলেন, ‘শ্রাবন্তী ভালো রান্না করতে পারেন, জানতাম না। ১১ মার্চ কলকাতা যাচ্ছি। আর শুটিংয়ের খাবার খেতে চাই না। পুরো শুটিংয়ের সময়টাতে শ্রাবন্তীর হাতের রান্না করা খাবারই খেতে চাই।’

এ কথা শুনে শ্রাবন্তীর হাত সটান ওপরে উঠে গেল। সবার উদ্দেশে শ্রাব​ন্তী বলে উঠলেন, ‘আমি রাজি। শুটিংয়ে আমার হাতে রান্না করা খাবার আপনাদের ‘কিং খান’কে খাওয়াব।’

ভারতের এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় ‘শিকারি’ ছবিটি নির্মাণ হচ্ছে। পরিচালনা করছেন বাংলাদেশের সীমান্ত ও কলকাতার জয়দেব।

মহরত অনুষ্ঠানে ছবির শিল্পী-কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন সংগীত শিল্পী কণা, শফিক তুহিন, ইমরান, কিশোর, লেমিসসহ অনেকই।

English

Ribbon cutting 'hunter' Happy 'Mahurat announced the end of the film. The stage was shocked at the Tollygunge Kolkata Shrabanti busy to answer the question in a variety of media workers. Suddenly a row of visitors' jaja's owner, Abdul Aziz entered in the question-answer. The tone of humor and said, 'I want to tell you Shrabanti information a secret. He is beautiful, so beautiful can cook. "


Applause broke out in the hall with the audience present. Meanwhile, up on the stage to hear Shrabanti ragged smile. LAUGHS Shrabanti said, "I like her cooking. He did not like the food at all.

Shrabanti "I try to eat the food cooked in the house at the time of the shooting. Others like to feed. "

Shravan ntira Shakib Khan stood side by side. He looks Shrabanti? Asked if Shakib Khan smiled and looked at the boarded Shrabanti. The joke again. Shrabanti said, "He is the King Khan. Very beautiful to see. Gentle appears. I see it as more of his fans are going to be! '

The stand was shocked to hear those words did feel a little ashamed. When the same question Shakib Shakib Khan said in Kolkata Shrabanti popular heroine. Very nice to see. Talented artist. It feels good to stand next to him. "

Shakib fun, "said Shrabanti can cook better, I did not know. 11 March'm going to Calcutta. The shooting did not want to eat. Shrabanti want to eat the food cooked in the hand during the shooting. "

Then Shrabanti hands went up lengthwise. Nti Shravan said to everyone, 'I agree. Cooked food in my shooting hand, the 'King khanake feed. "

Jazz Multimedia, India, Bangladesh and co-produced by Eskay Movies "hunter" is the film. Joy to manage the border and Kolkata.

In addition to the artists and technicians at the film premiere was attended by singer particles, Shafiq Tuhin, Imran, teenager, Many lemisasaha.

No comments:

Post a Comment