Sunday, March 6, 2016

Fat Weight Loss Wonderful Grapefruit II চর্বি ওজন কমানোর বিস্ময়কর জাম্বুরা II

Excess body weight is good news for those who can easily lose weight. Nearest eat grapefruit. This season, the market is going to get a lot of grapefruit. Quick Buy tapatapa eat. Look what your weight is not any vary. Grapefruit juice yatmasahakare Khan, will result.

Grapefruit juice and eat meals with normal or slightly sour mix with salt to eat grapefruit. So many people in our country have been sour taste with salt mix grapefruit. But who will be used as a tonic for weight loss grapefruit, sour salt than they do good khaoyai.
Grapefruit juice reduces fat. The more active metabolism, weight loss, which is the first condition.
A recent study, grapefruit juice can not only help you avoid weight, blood sugar levels under control works.
Grapefruit juice for weight loss in different countries of the world stars long before you've been drinking. However, the physicians did not prove it.

Bangla Version

যাদের শরীরের বাড়তি ওজন তাদের জন্য সুখবর হচ্ছে খুব সহজেই আপনি ওজন কমাতে পারেন। হাতের কাছের জাম্বুরা খেয়ে। এ মৌসুমে বাজারে প্রচুর জাম্বুরা পাওয়া যাচ্ছে। চটপট কিনে টপাটপ খেয়ে নিন। আর দেখুন আপনার ওজনের কোনো তারতম্য হলো কি না। যত্মসহকারে জাম্বুরার রস খান, ফল পাবেন।

স্বাভাবিক খাবার খাবেন আর সঙ্গে জাম্বুরার জুস বা সামান্য ঝাল-লবণ দিয়ে মেখে জাম্বুরা খাবেন। আমাদের দেশে লোকজন এমনিতেই বেশি ঝাল লবণ দিয়ে জাম্বুরা মেখে খেয়ে থাকেন। কিন্তু যারা ওজন কমানোর জন্য জাম্বুরা টনিক হিসেবে ব্যবহার করবেন, তাদের বেশি ঝাল লবণ না খাওযাই ভালো।

**জাম্বুরার রস চর্বি কমিয়ে দেয়। বিপাক ক্রিয়া বেশি সক্রিয় রাখে, যা ওজন কমানোর প্রথম শর্ত।

*সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, জাম্বুরার রস শুধু ওজন কমাতেই সহায়তা করে না, রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণেও কাজ করে।

*বিশ্বের বিভিন্ন দেশের তারকারা ওজন কমানোর জন্য জাম্বুরার রস পান করে থাকেন অনেক দিন আগে থেকেই। তবে এবার তা প্রমাণ করলেন চিকিৎসাবিজ্ঞানীরা।

No comments:

Post a Comment