Thursday, March 10, 2016

তিশার গল্পে সোহম II Soham Acts Tishar's Story


তোর নামে লিখেছি হৃদয় নামে একটি গল্প লিখেছিলেন অভিনেত্রী তিশা। সেই গল্প থেকেই এখন তৈরি হচ্ছে চলচ্চিত্র। এতে তিশার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ছবিটি তৈরি হচ্ছে। এরই মধ্যে ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধও হয়েছেন সোহম। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশ থেকে এসএস মাল্টিমিডিয়া হাউস ও কলকাতার নায়াগ্রা এন্টারটেইনমেন্ট।
এই ছবিতে অভিনয় নিয়ে তিশা বলেন, ‘খুব আশাবাদী ছবিটি নিয়ে। সেই সঙ্গে সহশিল্পীদের নিয়েও দারুণ উচ্ছ্বসিত।’ কলকাতা থেকে মুঠোফোনে সোহম বলেন, ‘কিছু কারণে আপাতত সব ছবির শুটিং বন্ধ রেখেছি। আগামী মে মাস থেকে কাজে যোগ দেব।’
তোর নামে লিখেছি হৃদয় ছবিটির শুটিং আগামী ২ জুন থেকে ঢাকায় শুরু হবে। এই ছবিতে আরও অভিনয় করছেন বাংলাদেশের মিশা সওদাগর, সুচরিতা, ডন এবং কলকাতার খরাজ মুখার্জি ও সুপ্রিয়। তিশার গল্প থেকে এই ছবির সংলাপ লিখেছেন সোমেশ্বর ওলি।
যৌথ প্রযোজনার নতুন এই ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার ভুবন চ্যাটার্জি। যদিও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে অনন্য মামুনের ওপর একটি নিষেধাজ্ঞা রয়েছে। এ ব্যাপারে পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার জানান, আগামী তিন মাসের জন্য অনন্য মামুনকে অস্থায়ীভাবে কাজের অনুমতি দেওয়া আছে। পরবর্তী সময়ে সমিতির সাধারণ সভায় তাঁর কাজের অনুমতির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

 English

I wrote your name in a story written by the actress Tisha heart. The story of the film is being made now. It is Tisha starring opposite actor sohama Kolkata.
Bangladesh-India joint production film being made. Sohama already been signed for the film. The film is produced jointly by the House and Kolkata from Bangladesh SS Niagara multimedia entertainment.
Tisha says of the film, "the film is very optimistic. The artists also very excited. "Sohama cell phones from Calcutta, said:" Now for some reason have all the shooting stopped. From next month will work. "
Your name written on the heart of the film's shooting will start from next June. The film is also starring Misha merchant, Suchorita, Don and Kharaj Mukherjee and Kolkata Hello. Tisha story Someshwar Oli wrote the dialogues.

The new co-production, the film is being directed by unique Mamun World Chatterjee and Kolkata. Although Bangladesh Film Directors Association on behalf of a ban on unique Mamun said. The director general of the Association Mushfiqur Rahman Gulzar the next three months are allowed to work temporarily for the unique Mamun. His job approval at the next general meeting of the Association shall be the final decision.

No comments:

Post a Comment