Friday, March 4, 2016

প্রাকৃতিক উপাদানে মেছতার দাগ দূর করুণ II Natural material purged pathetic mechata

প্রত্যেক মেয়েই চায় তার সৌন্দর্য ধরে রাখতে। আর সৌন্দর্য ধরে রাখা মানেই কিন্তু চিরকাল যুবতী থাকা নয়। সৌন্দর্যের প্রথম শর্তই হচ্ছে ত্বক পরিষ্কার ও দাগ মুক্ত রাখা। অনেক মেয়েদের মুখে মেছতা দেখা যায়। এই মেছতাই হচ্ছে চেহারায় বয়সের ছাপ পড়ার প্রথম লক্ষন। আবার মুখে ক্রমাগত অতিরিক্ত মেকাপ লাগানোর ফলেও মুখে মেছতা পরতে পারে। বিশেষ করে যাদের প্রতিদিন বাইরে বের হওয়ার সময় মেকাআপ করতে হয় তাদের এই সমস্যাটি বেশী দেখা যায়। আজ আমরা কয়েকটি প্রাকৃতিক উপাদানের তৈরী মাস্ক নিয়ে আলোচনা করব যা ব্যবহারে মেছতার সমস্যা দূর করা সম্ভব।
দারুচিনি ও দুধের সরঃ
এক চিমটি দারুচিনি গুড়ো এবং সামান্য দুধের সর হাতের তালুতে আঙুল নিয়ে ভালো করে মেশান। এরপর এই মিশ্রণটি মেছতার দাগের ওপর লাগান। এরপর ১৫ মিনিট অপেক্ষা করে শুকিয়ে এলে ঠাণ্ডা পানি দিয়ে আলতো ঘষে তুলে ফেলুন। এটি প্রতদিন ঘুমানোর আগে ব্যাবহার করলে দ্রুত মেছতা দূর হয়।

ছোলার ডালঃ
যাদের মুখে বয়সের জন্য মেছতা পড়ে তারা ছোলার ডাল ব্যাবহার করে অনেক উপকার পেতে পারেন। এজন্য প্রথমে ছোলার ডাল সারাদিন ভিজিয়ে রেখে দিন। এরপর আধা কাপ ছোলার ডালের সাথে ১ চামুচ মধু মিশিয়ে পানির পরিবর্তে কাচা দুধ দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন। এবার এটি সম্পুর্ন মুখে লাগিয়ে ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এটি মেছতার সাথে সাথে ত্বকের রিঙ্কেলস দূর করতেও সাহায্য করে।
লেবুর রস ও চিনিঃ
প্রথমে একটা লেবু চিপে নিয়ে তা পরিষ্কার তুলা দিয়ে সরাসরি মেছতার উপর লাগিয়ে নিন। এরপর ১৫ মিনিট পর আরেক টুকরা লেবুর উপর আধা চামুচ চিনি ছড়িয়ে নিয়ে মেছতার উপর হালকা করে ৫ মিনিট ঘষে নিন। এরপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। এটি প্রতিদিন ব্যাবহারে দ্রুত মেছতা দূর হয়।
টক দইঃ
মুখের মেছতা দূর করতে টকদই এর বিকল্প নেই। ২ চামুচ টকদই এর সাথে আধা চামুচ মধু মিশিয়ে পেষ্ট তৈরী করে নিন। এবার এটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। এটি সপ্তাহে ৪ দিন ব্যাবহারে খুব দ্রুত ফলাফল পাওয়া যায়।
টমেটোঃ
টমেটোর ভিটামিন সি মেছতা দূর করতে অনেক উপকারী। একটা টমেটো কেটে মেছতার অংশটুকু প্রতিদিন ৫ থেকে ৮ মিনিট ম্যাসাজ করুন। এতে মেছাতা খুব দ্রুত হালকা হয়।
এলোভেরাঃ
এলোভেরার পাল্প ত্বকের দাগ দূর করতে অনেক উপকারী। একটি এলোভেরা কেটে এর জেলো এক চামুচ মধুর সাথে মিশিয়ে মেছতার উপর লাগিয়ে নিন। এবার ২০ মিনিট পর হালকা আঙ্গুল দিয়ে ঘষে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন।
English

Every girl wants to retain its beauty. And the beauty of what it means to hold, but do not be young forever. The first condition for the beauty of the skin is kept clean and free of stains. Mechata many women face can be seen. This is the first impression mechatai age of the appearance of the symptoms. In the face of the continuous planting also face additional mechata can wear makeup. Every time they go out, especially to those who are mekaapa seen this issue more. Today we will discuss some of the natural ingredients of the mask, which can be used mechata problem.

Cinnamon and milk mix
A pinch of cinnamon powder and mix well with the little finger on the palm of skim milk. Then apply this mixture on the mechata spots. Wait 15 minutes and then rub gently with cold water to remove when dry. If you use it before going to bed pratadina premikah mechata away quickly.

Bengal gram dalah
For those under the age of Bengal gram using mechata that they can get a lot of benefit. First, soak the Bengal gram a day. After half a spoon of honey mixed with 1 cup of water instead of pulses bengal gram with a fine blend of raw milk, please. 0 minutes after it on for the full face wash. This helps to eliminate rinkelasa mechata with the skin.

Lemon juice and Surge 
First, take a clean cotton directly with lemon chips to put on mechata. Then 15 minutes later, another half a spoon of sugar and spread on slices of lemon mechata 5 minutes smudge on the light. Wash the face with cold water. Use it every day mechata away quickly.

Talk daih
There is no option to remove mechata mouth of cheese. The cheese with a spoon of honey mixed with half a spoon to make paste. Now it's wait on for 0 minutes. Wash the face with cold water. Results found 4 days a week to use it very quickly.

Tametoh
Vitamin C is very beneficial to remove tomato mechata. Cut a tomato every 5 to 8 minutes massage mechata content. The light is very fast mechata.

Elobherah
Pulp elobherara stain the skin very beneficial. A spoon of honey mixed with jello cut a elobhera mechata affixed on it. 0 minutes after the light fingers, rub warm water wash away.

No comments:

Post a Comment