Wednesday, April 20, 2016

** Intense heat, a few simple tips to keep skin healthy II তীব্র গরমে ত্বক সতেজ রাখার কয়েকটি সহজ টিপস II

Take care of your skin throughout the year. However, it is mandatory in summer. Hot sun, sweat and dhulobalite our delicate skin conditions.Fair skin:First of all, the skin should be kept clean. There is no alternative. Use good quality phesaoyasa for cleaning the skin.
Two days a week to pack the house, put it in the pack. The inner skin of dirt will be removed to highlight the skin.
Two tablespoons flour, 1 teaspoon of honey and ripe bananas and Max set to 15 minutes and rinse with water.
Heat to the skin of acne by creating regular neem leaves and ciratara paste to clean the skin.
Oat powder mixed with 1 teaspoon of water paste applied to the face in the face after 15 minutes wash with warm water and dry the powder ninayabera ninapariskara remove acne and mouth with a towel is clean.
What to do:
Drinking water -There is no water in the summer to keep skin beautiful. In the absence of water, the skin becomes dry and scaly. So drink water regularly. Drink enough water, the skin becomes smooth and charming. Think it has to do with innovation? Forget the day, drink at least eight glasses of water formula. As far as water is to drink as much water to drink enough to quench the thirst.
Moisturizers -To ensure the protection of your skin regularly, use good quality moisturizer.
Or ultra-violet rays of the sun's ultraviolet rays can damage our skin. Beam responsible for cancer in our screen. And so beautiful sbasthyajjbola beauty and skin cream to use sunscreen before going out is essential. Rain or whatever, there is no alternative to the use of sunscreen cream. To be out for at least 15 minutes before the sunscreen cream on the skin must be very good. Use sunscreen even when cooking at home. According to weather and skin type to see good quality sunscreen cream or lotion Buy piecapi.
Skryaba -Sugar, lemon juice and olive oil to make a mask. Wash the skin with this mixture and massage for a while now. As rice powder skryabaYou can use. Use at least two days a week skryaba skin.
Hands, feet Take care -After returning home from the heat, tired hands, two feet, to give a little relief to the Patilebura juice baraphapanite both hands and feet, wrapped in paper towels, place. You'll see your feet comfortable with sweat odor will go away.
Prickly heat accumulation in the body may be sweating, and wash twice a day. Use cotton clothing. Berulei Use sunglasses and sun umbrellas.
Drinking watermelon juice and other fruit, as well as you can put on the skin. Beautiful alive, stay healthy and lively. Heating becomes enjoyable.


সারা বছরই ত্বকের যত্ন নিতে হয়। তবে গরমকালে এটি বাধ্যতামূলক। প্রখর রোদ, ঘাম এবং ধুলোবালিতে আমাদের ত্বকের অবস্থা নাজুক।
ত্বক পরিষ্কার :
সর্ব প্রথম ত্বক পরিষ্কার রাখতে হবে। এর কোনো বিকল্প নেই। ত্বক পরিষ্কারের জন্য ভালো মানের ফেসওয়াস ব্যবহার করুন।

সপ্তাহে অত্যন্ত দুই দিন ঘরে তৈরি প্যাক pack লাগাতে হবে। এতে করে ত্বকের ভেতরের ময়লা দূর হয়ে ত্বকের উজ্বলতা ফিরে আসবে।

২ চামচ ময়দা, ১ চামচ মধু এবং পাকা কলার মাক্স লাগিয়ে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

গরমে ব্রণহীন ত্বক পেতে নিয়মিত নিম পাতা এবং চিরতার পেস্ট তৈরি করে ত্বক পরিষ্কার করতে হবে।

যবের গুঁড়া ১ চামচ পানির সাথে মিশিয়ে পেষ্ট করে সারা মুখে face লাগিয়ে ১৫ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।পারিষ্কার তোয়াল দিয়ে মুছে নিন।যবের গুঁড়া ব্রণ দূর করে ও মুখ পরিষ্কার হয়।

আর যা করবেন :

পানি পান –
এই গরমে ত্বক সুন্দর রাখতে পানির কোনো বিকল্প নেই। পানির অভাবে চামড়া খসখসে ও শুষ্ক হয়ে যায়। তাই  নিয়মিত পানি পান করুন। পর্যাপ্ত পানি পানে ত্বক হয়ে উঠবে মসৃণ কমনীয়। ভাবছেন এতে নতুনত্বের কি আছে? ভুলে যান দিনে অন্তত আট গ্লাস পানি পানের ফর্মুলা। যতটুকু পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয় ততটুকু পানি পান করাই যথেষ্ট।

ময়েশ্চারাইজার –
আপনার ত্বকের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত ভাল মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

সূর্যের আলট্রা ভায়োলেট রশ্মি বা অতি বেগুনি রশ্মি আমাদের ত্বকের ক্ষতি করে। আমাদের স্ক্রিন ক্যানসারের জন্য দায়ী এ রশ্মি। আর তাই সুন্দর beauty ও স্বাস্থ্যজ্জ্বোল ত্বকের জন্য বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করাটা অপরিহার্য। রোদ বা বৃষ্টি যাই হোক না কেন সানস্ক্রিন ক্রিম ব্যবহারের কোনো বিকল্প নেই। বাইরে বের হওয়ার অন্তত ১৫ মিনিট আগে খুব ভালো করে সানস্ক্রিন ক্রিম ত্বকে লাগাতে হবে। ঘরে রান্নার সময়ও সানস্ক্রিন ব্যবহার করুন। আবহাওয়া এবং ত্বকের ধরন অনুযায়ী পিএচপি দেখে ভালো মানের সানস্ক্রিন ক্রিম বা লোশন কিনুন।

স্ক্র্যাব –
চিনি, লেবুর রস এবং অলিভ অয়েল দিয়ে মাস্ক তৈরি করে নিন। এবার কিছুক্ষণ এই মিশ্রণ দিয়ে ত্বক ম্যাসাজ করে ধুয়ে নিন। চালের গুঁড়াও স্ক্র্যাব হিসেবে
ব্যবহার করতে পারেন। সপ্তাহে অন্তত দুই দিন ত্বকে স্ক্র্যাব ব্যবহার করুন।

হাত, পায়ের যত্ন নিন –
গরমে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পরে হাত, পা দুটোকে একটু স্বস্তি দিতে পাতিলেবুর রস দেওয়া বরফপানিতে দুটো পেপার টাওয়েল হাত-পায়ে জড়িয়ে রাখুন । দেখবেন আরামের সঙ্গে সঙ্গে পায়ের ঘামের দুর্গন্ধও দূর হবে।

দেহে ঘাম জমে ঘামাচি হতে পারে, দিনে দুইবার গোসল করুন। সুতি পোশাক ব্যবহার করুন। রোদে বেরুলেই সানগ্লাস ও ছাতা ব্যবহার করুন।

খাওয়ার পাশাপাশি ত্বকেও লাগাতে পারেন তরমুজের রস এবং অন্যান্য ফল। সুন্দর সজিব, সুস্থ ও প্রাণবন্ত থাকুন। গরমও উপভোগ্য হয়ে উঠবে।

No comments:

Post a Comment